ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরায় বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ৭ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরাস্থ তুরাগ কামারপাড়ায় একটি ভাঙারির কারখানায় বিস্ফোরণে মালিকসহ ৮ জন দগ্ধের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর ওরফে আলম (২৩)।

এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকাস্থ ওই ভাঙারির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ ৮ জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ অপর ৬ জন হলেন- রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫) ও আল আমিন (৩০)।

দগ্ধ আল আমিনের স্ত্রী রাশিদা বেগম জানান, তারা ওই এলাকাতেই থাকেন। গাজী মাজহারুল ইসলামের ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের রিকশা চালান তার স্বামী। পাশাপাশি গ্যারেজের ভেতরে একই মালিকের ভাঙারির কারখানাতেও দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করতেন। সকাল ১০টার দিকে তিনি দোকানে যান। এর এক ঘণ্টা পর সেখানে বিস্ফোরণ হলে আল আমিন দগ্ধ হন।

রাশিদা আরও জানান, ভাঙারির কারখানাতে বিভিন্ন বোতল ফাটানোর সময় এ বিস্ফোরণ ঘটে বলে তাদের ধারণা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, এ ঘটনায় অধিকাংশেরই শরীরের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি