ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীতে বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই মাদক ব্যবসা এবং মাদক সেবনের সঙ্গে জড়িত। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৩ দশমিক ২০ গ্রাম হেরোইন, ৪ কেজি ২৭০ গ্রাম গাঁজা, ৩৬ ক্যান বিয়ার এবং ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি