ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বর্জ্য অপসারণে ডিএসসিসি’র হটলাইন চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ১৬ মার্চ ২০১৮

বর্জ্য অপসারণে হটলাইন নম্বর চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ০৯৬১১০০০৯৯০ নম্বরে ফোন দিয়ে কোথাও ময়লা আবর্জনার বিষয়ে অভিযোগ জানালে সেখানে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে ডিএনসিসি’র পরিচ্ছন্নকর্মীরা।

আজ শুক্রবার ডিএসসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বচ্চ কর্মসূচি’ নামক সাত দিনের কর্মসূচির ঘোষণাও দেয়া হয় এ সংবাদ সম্মেলনে। আগামীকাল শনিবার থেকে শুরু হবে এ কর্মসূচি। আর আগামীকাল সকাল থেকেই এই হটলাইন নম্বরটি চালু হবে। 

সংবাদ সম্মেলনে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, “বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। কাল শনিবার থেকে পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করব। কারও বাড়ির আশপাশের বর্জ্য স্তূপ হয়ে থাকলে আমাদের হটলাইন নম্বরে ০৯৬১১০০০৯৯৯ কল দিলে সেগুলো আমরা পরিষ্কার করে দেব। এতে ময়লা-আবর্জনা থেকে মশা-মাছি জন্মাবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনে কাল বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন হবে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মশকনিধন প্রোগ্রাম, মেডিটেশন ও সাদা শার্ট পরিধান করা হবে”।  

সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি