ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:২৬, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

১০ থেকে ৫০ বার পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করে জনসেবা করায় দুই শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানালো কোয়ান্টাম ফাউন্ডেশন।আজ শুক্রবার দুপুর সাড়ে ১১টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।   

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. এ বি এম ইউনুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদার নাহার আল বোখারী। 

স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষ থেকে অনুভূতি বর্ণনা করেন মাহমুদা এবং নিয়মিত রক্তগ্রহীতাদের মধ্যে থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়া রোগী সুমাইয়া আক্তার সিমি। 

প্রধান অতিথির বক্তব্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন যে সেবামূলক কাজ করে যাচ্ছে সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।
তিনি বলেন, আমি এখানে এসে নতুন আলোর সন্ধান পেয়েছি। আপনারা ভবিষ্যৎ প্রজন্মের সঠিক পথ নিদের্শনাই কাজ করছে। এজন্য দেশের মানুষ আপনাদের সম্মানের সঙ্গে স্মরণ করবে। সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া জন্য কাজ করতে হবে আমাদেরকেই। নৈতিকতা শিক্ষা না দিতে পারলে দেশ উন্নতি হলেও মানবতার জন্য আমরা কাজ করতে পারবো না।

সম্মাননা অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদাতদের সনদপত্র, বিশেষ আইডি কার্ড, সম্মাননা ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

প্রসঙ্গত, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন গড়েছে তিন লাখ ১৩ হাজার স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল। যাদের মধ্যে অর্ধ লক্ষাধিকই নিয়মিত রক্তদাতা, তারা অঙ্গীকার করেছেন আজীবন রক্তদানে। জীবন বাঁচানোর জন্যে এ পর্যন্ত কোয়ান্টাম দিয়েছে সাড়ে ৯ লাখের বেশি ব্যাগ রক্ত ও রক্ত উপাদান। গত বছরে (২০১৭ সাল) কোয়ান্টাম দিয়েছে ৯৯ হাজার ২৭০ ব্যাগ রক্ত। দেশে মোট রক্তের চাহিদার পাঁচ ভাগের এক ভাগ এখন মেটাচ্ছে কোয়ান্টাম।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি