ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাগে তরুণীর বিবস্ত্র লাশ : ১০ দিনেও পরিচয় মেলেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গত ১১ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী প্রধান সড়ক একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে এক তরুণীর মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। ওই তরুণীর দেহের কোমর থেকে নিচের অংশ ব্যাগে ভরা ছিল।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। কিন্তু তার তদন্তের কোনো কুলকিনারা করতে পারে নি।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, ওই তরুণীর দেহের উপরের অংশ পাওয়া যায়নি। কোনো পোশাকও ছিল না। কেউ থানায় এসেও অভিযোগও করেনি। তাই কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।

স্থানীয়রা বলছেন, সম্ভবত নিহত তরুণী অন্য কোনো এলাকার। হত্যার পর ব্যাগে ভরে কোনো গাড়িতে এনে লাশের খণ্ডাংশ এখানে রেখে যায়।

জানা গেছে, ১১ এপ্রিল কুতুবখালী সড়কের পাশে একটি বড় ব্যাগ দেখে মানুষ জড়ো হয়। একজন কৌতূহলবশত ব্যাগের চেইন খুলতেই লাশ দেখতে পায়। ব্যাগটি কুতুবখালী রাস্তার দক্ষিণপাশে ছিল। এখানে সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা বাস থেকে মানুষ নামে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি