ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রামপুরার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৯ এপ্রিল ২০১৮

রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের আশিয়ান পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেল ৩টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ বিষয়টি নিম্চিত করেছেন।

তিনি জানান, ১২তলা বিশিষ্ট ওই ভবনের ৬ তলায় দুপুর পৌনে ২টায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে আশপাশ এলাকার তিনটি স্টেশন থেকে মোট ১১টি ইউনিট পাঠানো হয়। বিকেল ৩টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি