ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৯ মে ২০১৮

রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানা গেছে।

আজ বুধবার ভোরে খিলগাঁও আমুলিয়া স্টাফ কোয়ার্টারে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজাদ জানান, বুধবার ভোরে ওই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ে এক যুবক গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি