মাদকমুক্ত রাজধানী গড়ার ঘোষণা ডিএমপি কমিশনারের
প্রকাশিত : ১৯:২০, ৬ জুন ২০১৮
মাদকমুক্ত রাজধানী গড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার দুপুরে মহাখালীর আইপিএইচ স্কুলে দুস্থ ও বস্তিবাসীদের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাদক বিক্রেতা যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
এসময় তিনি জঙ্গিবাদ দমনের মতো মাদককেও দমন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রেতারা ধরা পড়ছে উল্লেখ করে তিনি বলেন, যতোদিন মাদক নির্মূল না হবে ততোদিন এ অভিযান চলবে।
এমএইচ/এসি
আরও পড়ুন