ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আলোচনায় সভায় বক্তারা

রাজধানীর ২০ শতাংশ এলাকা জলবায়ু বিপদাপন্ন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ৬ জুন ২০১৮ | আপডেট: ১৩:০০, ৭ জুন ২০১৮

রাজধানী ঢাকায় বাড়ছে জলবায়ু অভিবাসীর সংখ্যা। ঝড়, বন্যা, নদীভাঙণে বাস্তুচ্যুত হয়ে রাজধানীমুখী হয়েছে বহু মানুষ। 

জলবায়ু অভিবাসনের এই হার ২০ শতাংশেরও বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের গবেষণার ফলাফলে উঠে আসে এসব তথ্য।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, ঢাকা মহানগরের ২০ শতাংশ এলাকা জলবায়ূ বিপদাপন্ন। 

‘জলবায়ু পরিবর্তনে নগর সমস্যা ও বাস্তুচ্যুত মানুষের নগরে অভিগমন ও অভিযোজন: নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের গবেষণা ফলাফল প্রকাশ উপলক্ষে এই সেমিনার।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, ঢাকা মহানগরের ২০ শতাংশ এলাকা জলবায়ু বিপদাপন্ন। ঢাকায় জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন ২০ শতাংশেরও বেশি। নদীভাঙ্গণ, বন্যা, সাইক্লোন, জলাবদ্ধতা ও খরার কারণে এলাকা ছেড়েছেন তারা। সবচেয়ে বেশি অভিবাসী ভোলার। 

এছাড়া বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, গাইবান্ধা এবং জামালপুরের ভাঙনকবলিত এলাকা থেকেও এসেছেন অভিবাসীরা।

সমস্যা চিহ্নিত করে তা মোকাবেলা করার কথা জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

জলবায়ু পরিবর্তনে আরো সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সুশাসন প্রতিষ্ঠান পরামর্শ দেন বক্তারা।  

সংকট নিরসনে জরুরী ভিত্তিতে স্বেচ্ছা ও অনিচ্ছাকৃত অভিবাসন নীতিমালা তৈরি করা জরুরী বলেও মত দিন বক্তারা।

ভিডিও:  

 এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি