ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রসাধনীর দোকানে ভীড় বেড়েছে নারীদের [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রসাধনী সামগ্রী আর জুয়েলারির দোকানগুলোতে ভীড় বাড়ছে শেষ সময়ে। ঈদের পোশাকের সাথে মিল রেখে নিজেদের সাজাতে সাজসজ্জার বিভিন্ন সামগ্রী কিনছেন নারীরা।

আর বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিক্রেতাদের মধ্যে।

ঈদের কেনাকাটায় শেষ সময়ে এখন ক্রেতাদের ভীড় বিপনীবিতানগুলোর প্রসাধনী সামগ্রীর দোকানে। ক্রেতা আকৃষ্ট করতে বাহারী পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

পোশাকের সাথে মিল রেখে নারীরা কিনছেন গলার মালা, চুড়ি, কানের দুল, পায়েলসহ বাহারী ডিজাইনের গহনা। প্রচলিত গহনার বাইরে ভিন্ন ডিজাইনের দিকে ক্রেতাদের ঝোঁক বেশি।

ঈদের দিন নিজেকে আকর্ষণীয় করে সাজাতে নেইল পালিশ, লিপস্টিক, কাজল, মাশকারা, আইলাইনারের তুলনা নেই। তাই বিভিন্ন দোকান ঘুরে নিজের পছন্দের ব্র্যান্ড থেকে রুপসজ্জার প্রসাধনী কিনছেন নারীরা। বাদ যাচ্ছে না বডি স্প্রে, পারফিউমসহ বিভিন্ন সুগন্ধীও।

বেচাকেনা নিয়ে বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সৌন্দর্য পুরোপুরি ফুটিয়ে তুলতে কেনাকাটায় কার্পণ্য নেই রুপ সচেতন নারীদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি