ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

 রাজধানীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ৮ জুলাই ২০১৮ | আপডেট: ১২:২৮, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

 

রাজধানীর ধলপুরে আল কারীম জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় আবু মোহাম্মদ হানিফ নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনেরা। তবে চিকিৎসায় অবহেলার কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ব্যবসায়ী আবু মোহাম্মদ হানিফ বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়ে ভর্তি হন ধলপুরের আল কারীম জেনারেল হাসপাতালে।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার। হানিফের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

তবে হাসপাতালের এমডি মোস্তফা কামাল বলছেন, হানিফের চিকিৎসায় অবহেলা হয়নি।

স্থানীয় কমিশনার হাজী আবুল কালাম অণু বলেছেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি