ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দক্ষিণ সিটির প্রতি তিন বাড়ির একটিতে এডিস মশা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গড়ে প্রতি তিন বাড়ির এক বাড়িতে এডিস মশা ও জীবাণু পাওয়া গেছে। আজ শনিবার রাজধানীতে উদ্বেগজনক এ তথ্য জানিয়েছেন তিনি।

সাঈদ খোকন বলেছেন, মশা নিধনে সর্বাত্মক কর্মসূচি নিয়েছে সিটি করপোরেশন। ১৫ দিনের এ কর্মসূচিতে ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংস করা হবে। ধানমণ্ডি, কাঁঠালবাগান, সেগুনবাগিচা ও মন্ত্রীপাড়ায় শতকরা ৪৫ ভাগ বাড়িতে এডিস মশার জীবাণু পাওয়া গেছে। এসব এলাকার বাড়িওয়ালাদের সিটি করপোরেশনকে সহযোগিতা করার পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে।

তিনি বলেন, প্রতি তিনটি বাড়ির একটি বাড়িতে এডিস মশা, জীবাণুর সন্ধান পাওয়া গেছে। যেটা অত্যন্ত উদ্বেগজনক। যেখানে এডিস মশার সন্ধান পাওয়া যাবে, জীবাণু পাওয়া যাবে। সেগুলোকে আমরা ধ্বংস করে সেই বাসার নাগরিকদের কীভাবে প্রজননক্ষেত্র ধ্বংস করা যায় তা আমরা প্রশিক্ষণ দেব। এ বছর চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করে চলেছি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি