ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মগবাজারে দূর্ঘটনায় বাস মালিকের জামিন মঞ্জুর    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকার মগবাজারে বাস দূর্ঘটনায় এক যুবককে হত্যা মামলায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে চালকের জামিন মঞ্জুর করা হয়নি।

বুধবার ঢাকার মহানগর আদালতের হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৪ আগস্ট চালক ইমরান সরদারকে দুদিন ও ৫ আগস্ট বাস মালিক জুনায়েদ হোসেনকে একদিনের রিমান্ডে পাঠান আদালত।  

রিমান্ড শেষে গত মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ড শেষে একই আদালতে হাজির করে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন।  

তবে আজকের শুনানিতে পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করের জামিন মঞ্জুর করলেও চালকের জামিন মঞ্জুর করেনি আদালত।

উল্লেখ্য, ৩ আগস্ট মগবাজার গ্র্যান্ড প্লাজার সামনে ঢাকা-সাতক্ষীরাগামী একটি বেপরোয়া দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মগবাজার কমিউনিটি হাসপাতালের চাকরিজীবী সাইফুল ইসলাম ওরফে রানা নিহত হন।

এমএইচ/এসি       

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি