ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থী অপহরণ: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ১৫ আগস্ট ২০১৮

রাজধানী বাড্ডা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

মঙ্গলবার থেকে তাকে খুঁজে না পেয়ে বুধবার সকালে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারটি।

অপহরণকারীরা ফোন করে তার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করেছে বলেও জানায় তারা।    

অপহরণকৃত ওই শিক্ষার্থীর নাম এনামুল হক ওলেন (২৩)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

অপহরণের বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।   

আমরা অভিযোগের ভিত্তিতে কে বা কারা কী উদ্দেশ্যে তাকে অপহরণ করেছে, তা নিশ্চিত হতে তদন্ত করছি।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি