ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:১৩, ২৮ আগস্ট ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি স্বর্ণের বারসহ আরশাদ আয়াজ আহমেদ (৪৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধারকৃত সোয়া ১২ কেজি স্বর্ণের মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাত ১টায় ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইন্সের টিজি-৩৩৯ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরশাদ আয়াজ আহমেদ পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।

ডিসি অথেলো চৌধুরী জানান, টিজি-৩৩৯ ফ্লাইটটি ৯নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর আরশাদ আয়াজ আহমেদ প্রথম দিকেই বেরিয়ে আসেন। এরপর কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই যাত্রীকে অনুসরণ করেন এবং গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার নিকট শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি তা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করা হলে তার কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ১২ কেজি ৩শ গ্রাম।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি