ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরকারি চাকরিতে কোটা

১১ দফা দাবিতে শাহবাগে মহাসমাবেশ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২৫ অক্টোবর ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে এ মহাসমাবেশ শুরু হয়, যা দিনব্যাপী চলবে। বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এ সমাবেশে অংশ নিয়েছেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের দাবিগুলো হলো- ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী যারা সরকারি চাকরিতে বহাল আছে তাদের তালিকা করে চাকরি থেকে বরখাস্ত করা, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি ও তাদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনাইয়াল ল’এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করা, কোটা সংস্কার আন্দোলনে উস্কানিদাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া, রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও প্রকাশ, ফেসবুক গ্রুপ ও পেইজে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারী এবং এসব পেইজ ও গ্রুপের অ্যাডমিনদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করা এবং খালেদা জিয়ার নেতৃত্বে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যারা গণহত্যা, ধর্ষণ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে ও আগুন সন্ত্রাসকে সমর্থন করেছে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি