ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শান্তিনগরের ট্রপিকাল রাজিয়া ভবনের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৭ অক্টোবর ২০১৮

রাজধানী ঢাকার শান্তিনগরের ট্রপিকাল রাজিয়া প্যালেসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শনিবার সন্ধ্যা ৬টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টা ৫৪ ভবনটির ৩য় তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে ৬টায় নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিং ও কুলিংয়ের কাজ চলছে। পুড়ে যাওয়া যন্ত্রাংশে পানি ঢালা হচ্ছে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসকর্মীরা ক্ষয়-ক্ষতি নিরূপণে কাজ করছে। তবে, আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি