ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুরের কালশী ও পল্লবীর সড়কে অবস্থান নিয়েছে পোশাক শ্রমিকরা। এর ফলে মিরপুর-১০ নম্বর থেকে ১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। তবে তারা কোনও ভাঙচুর কিংবা নাশকতা করেনি।

ওসি নজরুল ইসলাম বলেন, বেতন-ভাতার দাবিতে তারা রাস্তায় নেমেছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা রাস্তা থেকে সরে যান। পরিস্থিতি এখন স্বাভাবিক।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি