ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৬ ডিসেম্বর ২০১৮

রাজধানীর শনির আখড়ায় ট্রাকচাপায় আবুল বাশার (৩০) ও হারুন-উর রশিদ (৫৫) নামে দুইজন নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫ টার দিকে আখড়ার জিয়া সরণিতে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাক চালক হাবিব জানান, বুধবার ভোরে জিয়া সরণি এলাকায় ইট বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার পরে হারুন-ইর রশিদের বাড়ির সামনে তারা ইট নামিয়ে টাকা বুঝে নিচ্ছিলেন। এ সময় অপর একটি ট্রাক বেপরোয়াভাবে এসে তার ট্রাকের হেল্পার আবুল বাশার ও বাড়ির মালিক হারুন-উর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই হারুন-উর রশিদ নিহত হন। পরে আহত আবুল বাশারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি