ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিএসসিসি এলাকায় স্থাপিত নির্বাচনী ক্যাম্প দ্রুত অপসারণের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় স্থাপিত সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস দ্রুততম সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক অফিসের পাশে রাশেদ খান মেননের (ঢাকা-৮) অস্থায়ী ক্যাম্প অপসারণের মাধ্যমে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

মেয়র সাঈদ খোকন বলেন, যেহেতু নির্বাচন শেষ, তাই প্রার্থীদের সহযোগিতায় ডিএসসিসি’র সব এলাকা থেকে ক্যাম্প অফিস অপসারণ কার্যক্রম শুরু করছি।

এ সময় ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। এরইমধ্যে ৯৫ ভাগ এলাকার পোস্টার, ব্যানার অপসারণ হয়েছে। এখনও যদি কোথাও পোস্টার, ব্যানার থাকে তাহলে আমাদের জানালে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেবো।

এর আগে গত বুধবার পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের কয়েকটি পোস্টার অপসারণ করেন তিনি। এ কাজে রাজনৈতিক দলের প্রার্থীদের সহযোগিতা চান মেয়র।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি