ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

মোহাম্মদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রকাশিত : ১১:৩৩, ২৯ মার্চ ২০১৯

রাজধানীর মোহাম্মদপুরে বালুবাহী একটি ট্রাকের চাপায় সোহাগ (১৯) ও শিহান (২০) নামে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দীপু নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই হারুন অর রশিদ মৃধা জানান, বৃহস্পতিবার রাতে শ্যামলী শিশুমেলার বিপরীতে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত অপর দু’জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান। পরে আহত দীপুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি