গুলশানে ডিএনসিসি কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ০৯:১২, ৩০ মার্চ ২০১৯ | আপডেট: ১২:৪৮, ৩০ মার্চ ২০১৯
গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রেণে আনে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে সেনাবাহিনীও।
আজ শনিবার সকাল ৬টার দিকে এই মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়। এরপর আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনাবাহিনী।
উদ্ধারকর্মী সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পরপরই আগুন লাগার খবর পেয়ে তারা এখানে ছুটে আসেন।
উল্লেখ্য, দুই বছর আগেও এই মার্কেটে আগুন লেগেছিল। এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে আবারও এ মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
এসএ/
রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে।
পাশের শপিং সেন্টারের ৩য় তলায়ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে নৌবাহিনীর ২টি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বছরের ২ জানুয়ারি একই জায়গায় আগুন লেগেছিল।ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে যুগান্তরকে বলেন, আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।
এসএ/
আরও পড়ুন