ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত আরেকজনের মৃত্যু

প্রকাশিত : ১৫:৫৪, ৩০ মার্চ ২০১৯

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আবু হেনা মোস্তফা কামাল (৪১) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা গেছেন। এনিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। গত বৃহস্পতিবার ওই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোস্তফা কামালের বাবার নাম আবদুল মতিন। তার বাসা ২৩৩, কচুক্ষেত, পুরান বাজার ভাষানটেকে। তিনি এফআর টাওয়ারের ১১তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি