ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনানীতে পুলিশ কর্মকর্তার মেয়ের আত্মহত্যা

প্রকাশিত : ১১:২১, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীতে ঈদের দিন ছয় তলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ কর্মকর্তার মেয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম ইলোনা তাকওয়া (১৮)। তার বাবা কোহিনুর মিয়া পুলিশের সাবেক উপকমিশনার।

বুধবার বিকালে বনানীর ২৭ নম্বর রোডের ৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে লাশ দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি বিএম ফরমান আলী জানান, ঈদের দিন বুধবার বিকালে বনানীর বাসার ছয় তলা থেকে লাফিয়ে পড়েন ইলোনা। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে তাকওয়ার লাশ স্বজনরা নিয়ে যান। গতকালই তার দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ফরমান আলী আরও জানান, কোহিনুর মিয়ার মেয়ে তাকওয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি