ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

খোলা জায়গায় ময়লার ভাগাড়, ভোগান্তিতে রাজধানীবাসী [ভিডিও]

প্রকাশিত : ১৬:১১, ২১ জুন ২০১৯

রাস্তার এক পাশে নৌবাহিনীর ঘাঁটি, আর অপরপাশে বিমানবাহিনীর অফিসার্স কোয়ার্টার। মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে ময়লার স্তূপ। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সারাক্ষণ। অথচ এ রাস্তা দিয়েই চলাচল সিভিল এভিয়েশন স্কুল ও কলেজ, বিএএফ শাহীন স্কুল ও কলেজ, বিএএফ ইংলিশ মিডিয়াম, শহীদ আনোয়ার গার্লস স্কুল ও কলেজসহ অন্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। 

নাখালপাড়া, তেজগাঁও, এলেনবাড়ি, আরজতপাড়ার মানুষের চলাচলও এ রাস্তায়। চিকিৎসকরা বলছেন, দীর্ঘমেয়াদি এমন দুর্গন্ধ শিশুদের মনোবিকাশের অন্তরায়। ক্ষতিকারক বড়দের জন্যও।

রাজধানীর মিরপুর, পুরান ঢাকার লালবাগ-সূত্রাপুর-আগামসিলেন, মধ্যবাড্ডা, মালিবাগ, উত্তরার চারটি সেক্টরসহ আরও কিছু এলাকায় রাস্তার উপর রয়েছে ময়লার ভাগাড়। খোলা জায়গায় ময়লার ভাগাড় থেকে রেহাই চান রাজধানীবাসী।

 

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি