ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএসটিআই ভয়-ভীতির ঊর্ধ্বে কাজ করছে: শিল্পমন্ত্রী

প্রকাশিত : ২০:০৮, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

 জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘সম্প্রতি বিএসটিআই’র অর্জন আমাদেরকে আশান্বিত করেছে। বিএসটিআই সকল ধরণের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠানটির ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। নিম্নমান ও ভেজাল পণ্য এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআইকে এভাবে সর্বোচ্চ সাহসিকতার সাথে ভূমিকা রাখতে হবে।’

আজ বৃহস্পতিবার কক্সবাজার বিএসটিআই’র জেলা অফিস উদ্বোধন পরবর্তীতে বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার জেলা পর্যায়ে বিএসটিআই’র অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজারসহ ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর, কুমিল্লায় বিএসটিআই’র অফিস-কাম-ল্যাবরেটরি ভবন স্থাপন করা হয়েছে। এর ফলে ঐ সব অঞ্চলের সাধারণ জনগণ সঠিক মান এবং সঠিক পরিমাপের পণ্য ও সেবা পাবে এবং আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়াও আর ১২টি জেলায় বিএসটিআই’র অফিস স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।’

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. তাহের জামিলসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি