ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কি চমক নিয়ে এলেন সোহেল তাজ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:০০, ১৮ জুলাই ২০১৯

‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে’/‘সোহেল তাজ আসছে আপনার দরজায়’- এমন কিছু বক্তব্য নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চলিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

তার এই ভিডিও ও প্রচারিত বক্তব্য দেখা অনেকের মধ্যেই কৌতুহল সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে-  কি নিয়ে আসছেন তিনি? এবার সেই কৌতুহলের পালা শেষ। অবশেষে নিজের চমক ও মিশনের কথা প্রকাশ করলেন তিনি।

বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান দিতে রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রিয়েলিটি শো’র বিস্তারিত তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে সোহেল তাজ বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ, আর সোনার মানুষ তৈরি করতেই আমার এ উদ্যোগ। রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে এই পদক্ষেপ আমার। বহুদিন ধরেই দেশের মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবন-যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম- ‘লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো— হটলাইন কমান্ডো।’

সোহেল তাজ জানান, হটলাইন কমান্ডো টিম নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানান শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়বো। জানতে চাইবো, তাদের জীবন-যাপনের অভ্যাস ও ধরন, স্বাস্থ্যগত সমস্যার কথা, খাদ্যাভ্যাস, বাসস্থান, কর্মপরিবেশ ও নানা সমস্যার কথা। সোহেল তাজের টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং হাতে-কলমে সহায়তা করবেন জীবন-যাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে।

তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাবো। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে।’

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে জানান, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৬০ ভাগ মানুষ মৃত্যুবরণ করেন, যার ১০০ ভাগ প্রতিরোধযোগ্য। কেবল জীবন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এসব রোগ থেকে মুক্তি সম্ভব। এই মুক্তির পথগুলো আমরা খোঁজার চেষ্টা করবো।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি