ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ডেঙ্গুতে আরও এক যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিউল ইসলাম রাব্বি (২৭) নামে এক যুবক মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান ওই যুবক।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নন্দিতা। 

রাব্বি ফরিদপুর কোতোয়ালি থানার কবিরপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি মিরপুরের শেওড়াপাড়ার স্যামসাং সার্ভিস সেন্টারে চাকরি করতেন।

রাব্বির বাবা আমিরুল ইসলাম জানান, দুই সন্তানের মধ্যে রাব্বি বড়। নয় দিন আগে রাব্বির জ্বর হয়। এরপর তিন দিন বাসায় ছিলেন তিনি। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের আইসিইউতে রবিউলের অবস্থার অবনতি হলে আজ সকালে চিকিৎসকরা তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতরাতে ঢাকায় কোহিনুর আক্তার নামে পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢামেকেই ১১ জনের মৃত্যু হলো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি