ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আসরে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:৫৮, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর ইস্কাটন এলাকার দিলু রোডে বিয়ের আসরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কনের বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কনের মা।  এ ঘটনায় অভিযুক্ত সজীব আহমেদ রকি (২৩) নামের ওই যুবককে গণপিটুনি দেয় বিয়েতে আগতরা। 

বৃহস্পতিবার দুপুরে বিজিএমইএ ভবনের পেছনের সেন্টারে এ ঘটনা ঘটে। বিয়ের কনে ছিলেন স্বপ্না আক্তার ফাতেমা নামের ১৮ বছরের এক মেয়ে। তার বাবার নাম তুলা মিয়া। মা ফিরোজা খাতুন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘরোয়া পরিবেশে দিলু রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে অতিথি ছিলেন ১৫ থেকে ২০ জন। আচমকা বিয়ের আসরে এসে এক যুবক হট্টগোল শুরু করেন।  রকি পুলিশকে জানান, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এমন করেছেন।

রকির সঙ্গে কনে স্বপ্না আক্তারের আদৌ কোনো সম্পর্ক ছিল কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।

 টিআর/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি