ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ আগস্ট) সকালের দিকে হাসানের মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন হাসান। তিনি জানান, গত ৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয় সে। এ গতকাল রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাসানের বাড়ি ভোলা দৌলতখান উপজেলায়। সকালে হাসপাতালে নথিতে হাসানের নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাসির উদ্দিন হাসান আরও জানান, গত দু’দিনের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই ২৪ ঘণ্টা হল রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত। হাসপাতালে এখন সর্বমোট ভর্তি আছে ৫৭০ জন ডেঙ্গু রোগী।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি