ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেকে আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:৩২, ৭ আগস্ট ২০১৯

দেশে ডেঙ্গুর প্রকোপ দিনে দিনে বেড়েই চলেছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮ তে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, আওলাদ হোসেন (৩২) নামে ওই মৃতের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। বাবার নাম তোফাজ্জল হোসেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আওলাদকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

মৃত আওলাদ হোসেনের মামা আক্তার হোসেন বলেন, তিন থেকে চার দিন ধরে জ্বরে ভুগছিলেন আওলাদ। গতকাল শরীর খুব খারাপ হওয়ায় ঢামেকে আনা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে মৃত্যু হয় তিনজনের। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি