ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে পাঁচ জঙ্গি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ৯ আগস্ট ২০১৯

নব্য জেএমবি  ‘উলফ প্যাকএর পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট - সিটিটিসি। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দুজন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেফতার জঙ্গিরা পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু গোয়েন্দা নজরদারির মাধ্যমে জঙ্গিদের পুরো পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা।

ডিএমপি উপ-পুলিশ কমিশনার  (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, লোনউলফবাএকাকী মুজাহিদবলে জঙ্গিদের যে টার্ম রয়েছে, ‘উলফ প্যাকসেরকমই। এরা স্লিপার সেলের মতো কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে তাদের সাংগঠনিক কোনও ভিত্তি নেই। এরা সেলফ ্যাডিক্যালাইজড হয়ে ছোট ছোট গ্রুপ তৈরি করে গ্লোবাল জিহাদ এগিয়ে নেওয়ার কথা বলে হামলার পরিকল্পনা করে।

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি