ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরে বাসের ধাক্কায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টায় দিকে মিরপুর ১১ ইসলামিয়া হাসপাতালসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মাছ ব্যবসায়ী সাহিদ হোসাইন (৩৭) মাছ কিনতে কারওরান বাজার যাচ্ছিলেন। এ সময় ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন সড়কে বসুমতি পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়।

জানা যায়, নিহত সাহিদ মিরপুরের কুর্মিটোলা ক্যাম্প এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) শামীম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি