ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাংলামোটরে বাসচাপায় নারীর পা বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ২৭ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৩৬, ২৭ আগস্ট ২০১৯

রাজধানীর বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসের চাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায়ের (৫২) পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় কৃষ্ণা রায়কে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।আজ মঙ্গলবার দুপুরে বাংলামোটরের পূর্ব পাশে ফুটপাতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসচাপায় আহত ওই নারীর বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়ার সঙ্গে ঝুলে ছিল। জানা যায়, সড়ক পার হয়ে বাংলামোটরের পূর্ব পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন কৃষ্ণা রায়। বেলা দুইটার দিকে কারওয়ান বাজার থেকে শাহবাগগামী একটি বাস সড়ক থেকে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়।

বাসচাপায় তার বাঁ পায়ে প্রচণ্ড আঘাত লাগে। উদ্ধার করে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান বলেন, যাত্রীবাহী বাসটির চাপায় কৃষ্ণা রায়ের একটি পা ভেঙে গেছে। দুর্ঘটনার পরপরই এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি