ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিয়ের প্রলোভনে’ নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীকে ধর্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ রাজধানীর বংশালে নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন। 

মামলার একমাত্র আসামি সলিমুল্লাহ মেডিকল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের কর্মচারী বিধান চন্দ্র রায়কে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ওই ছাত্রী জানান, এক বছর আগে দুজনের পরিচয় হয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর 'বিয়ের প্রলোভন দেখিয়ে' গত ১০ মাস ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন বিধান। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা শুরু করেন। সর্বশেষ শুক্রবার সকালে ভুক্তভোগীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে বিধান।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ কাজী সাংবাদিকদের জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি