ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নিলুফা ইয়াসমিন নীলার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিলুফা সিরাজগঞ্জ পৌর এলাকার ভিক্টোরিয়া কোয়ার্টার মহল্লার নাসির উদ্দিনের মেয়ে। রাজধানীর উত্তরায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।

আজ রোববার দুপুরে শহরের চৌরাস্তা মোড় জামে মসজিদে তার জানাযা শেষে শহরের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়। নিলুফা ইয়াসমিন নীলার চাচাতো ভাই সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিরাজগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতি দিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে (গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত) ১২ জন নারী-পুরুষ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রন্তের সংখ্যা দাঁড়ালো ৮১৯ জনে। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শুক্রবার সিরাজগঞ্জ পৌর এলাকায় নিলুফার ইয়াসমিন নামে এক নারী ও গত ১৮ আগষ্ট কামারখন্দ উপজেলার মেহেদী হাসান মীম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মোঃ হুমায়ুন কবির ডেঙ্গু আক্রান্ত হয়ে নিলুফার ইয়াসমিন নীলার মৃত্যু সত্যতা নিশ্চিত করে। জানান, গত ২৪ ঘন্টায় ১২ নারী পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছে ৩৯ জন।

এর মধ্যে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩১ জন,  নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকিরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

আই/টিআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি