ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুবলীগ নেতা খালেদের বাসায় র‌্যাব, ক্যাসিনোতে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

একদিকে মতিঝিলে ইয়াং ম্যান্স ক্লাব নামে খালেদের মালিকানাধীন ক্যাসিনোতেও অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বাসা ঘিরে রেখেছে র‌্যাব। তাকে আটক করা হলেও এখনো বাসা থেকে বের করা যায়নি বলে জানা যায়। 
আজ বুধবার রাজধানীর গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে জানান র‌্যাব-১-এর  জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুজয় সরকার।
র‌্যাব-১ কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, ‘আমরা জানতে পেরেছি, খালেদ তার বাসাতেই আছেন। সেটা জেনেই তার বাসায় অভিযান চালাচ্ছি।’ তিন তলার এ-৩ ফ্ল্যাটটি খালেদের কেনা এবং এখানে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন তিনি বলে জানান বাড়ির দারোয়ান হেমায়েত হোসেন। 
জানা যায়, বিকেল ৩টা ৩১ মিনিটে খালেদ বাসায় প্রবেশ করেছেন র‌্যাব সদস্যরা। এর কিছুক্ষণ পরই র‌্যাব-১-এর টিম তার বাসাটি ঘিরে ফেলে। তাকে তিন তলার বাসায় পেয়েছে র‌্যাব। তাকে আটকও করা হয়েছে, তবে এখনো বাসা থেকে বের করা হয়নি।
এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি