ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০১৯

সামাজিক সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

১২ জন উপদেষ্টা ও ৭৬ জন নির্বাহী সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন পীযুষ বন্দ্যোপাধ্যায় এবং যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন এম পি অরোমা দত্ত, মেজর জেনারেল অব. মোহাম্মদ আলি শিকদার, মো. নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল অব. জন গোমেজ, ডা. উত্তম বড়ুয়া এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মামুন-আল মাহতাব (স্বপ্নীল)। 

কমিটি ঘোষণার আগে আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় এক লিখিত বক্তব্য বলেন, ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করে নতুন সংগঠন সম্প্রীতি বাংলাদেশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি