ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৯

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যাক্তির (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে সাভার ডেইরি ফার্মের সীমানা প্রাচীরের নিকট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
তবে, প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, পথচারীরা রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর রহস্য জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি