ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৩টি বন্যপাখি অবমুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ৭৩টি বন্যপাখি অবমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার দুপুর ১২টার দিকে নগর ভবন থেকে এই পাখিগুলোকে অবমুক্ত করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। গতকাল শনিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নানা আয়োজনে তার জন্মদিন পালন করে।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি