ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাকরাইলে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় হোসেন মাহমুদ (৩২) নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হোসেন র‌্যাব সদর দফতরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, বুধবার রাতে একটি ট্রাক পেছন থেকে মাহমুদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে মাহমুদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি