ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এসআই নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১০ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৯:১২, ১০ অক্টোবর ২০১৯

২০১৮ সালের পুলিশের এসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং দপ্তরের এআইজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত পুলিশ এসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত পরীক্ষায় ৫৪১১ জন উত্তীর্ণ হয়েছেন।  ফলাফল দেখতে ক্লিক করুন

যারা লিখিত পরীক্ষায় ঊত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd তে যথা সময়ে জানানো হবে।

মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্বের প্রমাণক ও মুক্তিযোদ্ধা সনদসহ সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

ফলাফল দেখতে ক্লিক করুন এই লিংকে

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি