ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ডিএসসিসির ২১ কাউন্সিলরকে শোকজ নোটিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২৭ অক্টোবর ২০১৯

পরপর তিনটির বেশি সভায় অনুপস্থিত থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) জারি করা হয়েছে।

নোটিস জারি করা কাউন্সিলদের মধ্যে ১৯ জন ওয়ার্ড কাউন্সিলর ও দুজন সংরক্ষিত নারী কাউন্সিলর রয়েছে।

রোববার (২৭ অক্টোবর) ডিএসসিসি সচিব স্বাক্ষরিত জনসংযোগ বিভাগ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে গত ২৩ অক্টোবর ২১ কাউন্সিলরকে শোকজ করা হয়েছে জানিয়ে বলা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের কারণ দর্শাতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোস্তফা কামাল মজুমদার গণমাধ্যমকে বলেন, “আজ আমরা নোটিস পাঠিয়েছি। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি”। 

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কাউন্সিলররা নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত ২০টি সভা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৫টি থেকে সর্বনিম্ন ৪টি সভায় উপস্থিত হননি ওই কাউন্সিলররা। 

ডিএসসিসির ওই কাউন্সিলররা হলেন, ময়নুল হক (৩৯), মো. হাসান (৩০), গোলাম আশরাফ তালুকদার (১২), মোস্তফা জামান (১৩),

তারিকুল ইসলাম সজীব (২২), বিল্লাল শাহ (৩২), মো. আশ্রাফুজ্জামান (৫),  মো. আরিফ হোসেন (৪৩), রফিকুল ইসলাম রাসেল (৩১),  জসীম উদ্দিন আহমেদ (১৮), গোলাম হোসেন (৪), মকবুল হোসেন টিপু (৪০), সারোয়ার হাসান আলো (৪১), আবদুল বাসিত খান (৭), 
মোহাম্মদ নাছিম মিয়া (৫২) ও মো. আউয়াল হোসেন (৩৩)। 

নারী কাউন্সিলরদের মধে রাশিদা পারভীন মনি (১৩) ও মোসা. শিউলী হোসেন (১৯)। 

প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, কোনো মেয়র অথবা কাউন্সিলর পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তাকে অপসারণ করা যাবে।

আই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি