ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: রাজধানীতে ঝরছে বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১০ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দু’দিন ধরে রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা। সময় যত গড়াচ্ছে, উপকূলের দিকে এগিয়ে আসছে বুলবুল। অবশ্য বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়েছে। তবে বুলবুলের প্রভাবে আজ রোববারও রাজধানীতে বৃষ্টি অব্যাহত। কখনও ইলশে গুঁড়ি, কখনও মাঝারি। সঙ্গে মৃদু ঝড়ো হাওয়া।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে রাজধানীর আকাশ রোববার সকাল থেকেই মেঘাচ্ছন্ন, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

গতকাল শনিবার সকাল থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, চলতে থাকে দিনভর। তারপর থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে রাত থেকে রোববার সকাল পর্যন্ত।

এদিকে, ক্রমেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পুরোপুরি প্রবেশ করেছে বাংলাদেশে। ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনে কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড়টি। পরিস্থিতি স্বাভাবিক হতে দুই দিনের মত সময় লেগে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি