ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১ ডিসেম্বর ২০১৯

রাজধানীর কাওরান বাজারের রেলক্রসিংয়ে (লেভেল ক্রসিং) ট্রেনের সঙ্গে এক ট্রাকের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পণ্যবাহী ট্রাকটি রোববার রাতে কাওরান বাজার রেলক্রসিংয়ে পার হওয়ার সময় রেললাইনে উঠে গেলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এসময় ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি