ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকা মেডিকেলের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১ ডিসেম্বর ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে আমির হোসেন (৩০) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইব্রাহিম নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আমিরকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের কর্মচারী ছিলেন। তার বাড়ি শরীতপুর জেলার জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। তিনি খিলক্ষেত শিকদার বাড়ি এলাকায় থাকতেন।

জানা যায়, হাসপাতালের সাবেক পাম্প অপারেটর মৃত আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম একটি ক্রিকেটের ব্যাট দিয়ে আমিরকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখান থেকে তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা ইব্রাহিমকে ধরে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন।

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি