ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘চাপাতি দিয়ে পুলিশকে হামলার পরিকল্পনা করেছিল এবিটি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ১৯ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৭:০০, ১৯ ডিসেম্বর ২০১৯

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেছেন, চাপাতি দিয়ে পেছন থেকে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলার পরিকল্পনা করেছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা।

গ্রেফতার জঙ্গি সংগঠনটির সদস্যদের কাছ থেকে জব্দ মোবাইল ফোন ফরেনসিক টেস্ট করে এবিটির এ পরিকল্পনার তথ্য জানতে পারে র‌্যাব-৪। 

রাজধানীর শাহআলীর রাইনখোলা ঈদগাঁহ এলাকা থেকে এবিটির চার সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি টিম।

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ইলেকট্রনিক সার্কিট, ডিভাইস, ব্যাটারি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া চারজন হলেন- চাঁদপুরের আরিফুল করিম চৌধুরী অরফে আদনান চৌধুরী, নোয়াখালীর মেহেদী হাসান শাকিল অরফে বাবু, আবদুল আল মামুন ও নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, ‘গ্রেফতার চারজনের মোবাইল ফোন ফরেনসিক টেস্ট করে তাদের কিছু পরিকল্পনার কথা জানতে পেরেছি। তারা পুলিশের ওপর আক্রমণের পরিকল্পনা করছিল। পেছন থেকে চাপাতি দিয়ে আক্রমণ করতে চেয়েছিল। এ পর্যন্ত এই গ্রুপের ২৩ জনকে গত তিন মাসে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি