ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিপি নুরের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ২৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৭:২২, ২৩ ডিসেম্বর ২০১৯

আল মামুন ও ইয়াসির আরাফাত তূর্য

আল মামুন ও ইয়াসির আরাফাত তূর্য

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হকের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুনসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক দুইজন হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গতকাল দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্র আহত হন।

ঘটনার প্রায় ৪৫ মিনিট পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী নুরুলসহ আহত ছাত্রদের ডাকসু ভবন থেকে উদ্ধার করে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি