ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কালশীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ১২টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কর্মীদের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুনে বস্তির বেশির ভাগ ঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতের খবরও নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত। তবে এ ঘটনায় কোনও প্রাণহানির খবর জানা যায়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রউফ নান্নু বলেন, এখানে মূলত ভাঙারির দোকান রয়েছে। এই ভাঙারির দোকানের পেছনে তারা বাসা করে থাকতেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি