ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৯ ডিসেম্বর ২০১৯

জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। এ উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। আর মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৯ জানুয়ারি।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১৮টি। আর দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড ৭৫টি ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২৫টি।

ঢাকা উত্তর সিটির মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন, আর দক্ষিণে ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন। 

তবে, ২০১৯ সালে হালনাগাদের মাধ্যমে যারা ভোটার হওয়ার প্রক্রিয়ায় আছেন, তারা আসন্ন এই সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি